রহস্য পত্রিকা জানুয়ারি ২০১৬ Rohosso PatrikaJanuary 2016
বইয়ের নামঃ রহস্য পত্রিকা জানুয়ারি ২০১৬
সম্পাদকঃ কাজী আনোয়ার হোসেন
প্রকাশনীঃ সেবা প্রকাশনী
প্রকাশকালঃ অক্টোবর ২০০৯
পৃষ্ঠা সংখ্যাঃ ১৪৮
সাইজঃ ১৪.৩০ এমবি
ফরম্যাটঃ পিডিএফ
টেক্স ফরম্যাটঃ এইচডি স্ক্যান
রেজুলেশনঃ ৬০০ ডিপিআই
বইয়ের ধরণঃ হরর ম্যাগাজিন
or
রহস্যপত্রিকা বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় মাসিক পত্রিকা। সেবা প্রকাশনী থেকে এই পত্রিকা জনাব কাজী আনোয়ার হোসেন-এর সম্পাদনায় ১৯৮৪ খ্রিষ্টাব্দ থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। এটি একটি রহস্য ও অ্যাডভেঞ্চারধর্মী সাহিত্য পত্রিকা। এছাড়াও এ পত্রিকায় পাঠকদের অংশগ্রহণে বিভিন্ন প্রকারের সাহিত্যকর্ম স্থান পায়।
এটি সবসময় পেপারব্যাক কাগজে সাদা-কালোতে ছাপা হয়। প্রচ্ছদের জন্য রঙিন ছাপা ব্যবহৃত হয়। পত্রিকার বিভিন্ন নিয়মিত বিভাগ রয়েছে। এছাড়া লেখা প্রাপ্তিসাপেক্ষে বিভিন্ন অনিয়মিত বিভাগও চালু করা হয়।