Breaking News
Home / অনুবাদ বই / স্বপ্ন মৃত্যু ভালবাসা – এরিক মারিয়া রেমার্ক Sopno Mrittu Valobasa

স্বপ্ন মৃত্যু ভালবাসা – এরিক মারিয়া রেমার্ক Sopno Mrittu Valobasa

স্বপ্ন মৃত্যু ভালবাসা – এরিক মারিয়া রেমার্ক Sopno Mrittu Valobasa

বইয়ের নামঃ স্বপ্ন মৃত্যু ভালবাসা

লেখকঃ এরিক মারিয়া রেমার্ক

সাইজঃ  4976 KB

ফরম্যাটঃ  পিডিএফ

প্রকাশনীঃ সেবা প্রকাশনী

পেজ সংখ্যাঃ 167 pages

টেক্স ফরম্যাটঃ এইচডি স্ক্যান

বইয়ের ধরণঃ অনুবাদ বই

স্বপ্ন মৃত্যু ভালবাসা – এরিক মারিয়া রেমার্ক Sopno Mrittu Valobasa

স্বপ্ন মৃত্যু ভালবাসা

বিখ্যাত জার্মান উপন্যাসিক এরিখ মারিয়া রেমার্ক প্রায় বাধ্য হয়েই প্রথম বিশ্বযুদ্ধে জার্মানীর হয়ে অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধই পরবর্তিতে উনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। যুদ্ধরত অবস্থায় অবলোকন করেছেন যুদ্ধের ভয়াবহতা, মানুষের নিষ্ঠুরতা, দেখেছেন মানুষের প্রতি মানুষের নির্মম হিংস্রতা। যার ফলে পরবর্তিতে তিনি হয়ে উঠেন একজন আপাদমস্তক যুদ্ধবিরোধী। উনার প্রতিটা লেখায় যার প্রমাণ পাওয়া যায়। এই যুদ্ধ বিরোধী লেখার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কুখ্যাত নাৎসি বাহিনীর শত্রু বনে যান। এই শত্রুতার জের ধরে জার্মানীতে উনাকে ব্যান করা হয় এবং পাবলিকদের সামনে উনার লেখা পুড়ানো হয়। নাৎসিদের অত্যাচারে শেষ পর্যন্ত তিনি জার্মানি ছেড়ে সুইজারল্যান্ড এ নির্বাসিত জীবন যাপনে বাধ্য হন। সেখানেই তিনি তার বাকি জীবন কাটিয়ে দিয়ে ছিলেন। এই সুইজারল্যান্ডে থাকা অবস্থায় উনার অন্যতম বিখ্যাত উপন্যাস ‘A Time to Live And a Time to Die’ ( স্বপ্ন মৃত্যু ভালবাসা ) প্রকাশ করেন। স্বপ্ন মৃত্যু ভালবাসা বইটির কাহিনী আর্নস্ট গ্রেভার নামে একজন যুদ্ধরত জার্মান সৈনিককে নিয়ে। প্রায় দুই বছর এক টানা যুদ্ধের পরে ছুটি প্রাপ্ত এই সৈনিক বাড়িতে গিয়ে আবিষ্কার করে তার বাড়িঘর বোমা মেরে উড়িয়ে দেয়া হয়েছে এর সাথে তার বাবা মাও নিখোঁজ। চরম ধ্বংসলীলার মাঝে শুরু হয় তাড় বাবা মাকে খোঁজা। তার বাবা মাকে খুঁজতে গিয়ে দেখা হয় তার ছোট বেলার বন্ধু এলিজাবেথ এর সাথে। স্বপ্ন মৃত্যু ভালবাসা বইয়ে যুদ্ধের এই অপার্থিব সময়ে দুজনের মধ্যে সূচনা হয় এক স্বরগীয় ভালবাসার সম্পর্কের। তাঁদের এই ভালোবাসা কি টিকে থাকবে?

ওয়েস্টার্ন অপবাদ – সুস্ময় আচার্য সুমন

 

About admin

Check Also

একই বাড়ির লোক – ছোট গল্পমালা – ভাসিলি আর্দামাৎস্কি / রেখা চট্টোপাধ্যায়

একই বাড়ির লোক – ছোট গল্পমালা – ভাসিলি আর্দামাৎস্কি / রেখা চট্টোপাধ্যায় বইয়ের নামঃ এক’ই …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

স্বপ্ন মৃত্যু ভালবাসা – এরিক মারিয়া রেমার্ক Sopno Mrittu Valobasa